মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ২৬, ২০২৪ by

আতাহার বুলনপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় নাচোল পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর বিচার বিভাগের সাবেক সভাপতি মুসা মিয়া (৭৩) নিহত হয়েছেন। নিহত মুসা মিয়া নাচোল বাসস্ট্যান্ড এলাকার ইউনুস আলীর ছেলে।
বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের আতাহার-বুলনপুর স্থানে এরফান গ্রুপের পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, সকালে মুসা মিয়া মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে এরফান গ্রুপের পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী মুসা মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশষ্টি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে, চার মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীগণ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় নাচোল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে নাচোল থানাপাড়া শাহ্জাহান মাস্টারের বাড়ের পেছনের গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

About The Author

শেয়ার করুন