Last Updated on জুলাই ১৫, ২০২৪ by
আতাহারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ওয়াহেদ আলী (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার মর্দানা বিশ্বাসপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের আতাহার বুলনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে আতাহার বুলনপুর এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় ওয়াহেদ আলী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে ট্রাক ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।