আড়তে বিক্রি সময় অতিরিক্ত আম নেওয়া বন্ধের দাবিতে কৃষিমন্ত্রীর কাছে আম চাষিদের আবেদন
সারা দেশে সব আম বাজার ও আড়তে অতিরিক্ত আম (৪০-৪৫ স্থলে ৪৬-৫৪ কেজি) নেওয়া বন্ধের দাবিতে কৃষিমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা।
শুক্রবার রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কুমুরপুর এলাকায় এক্সচেঞ্জ অফ ফার্মার ভিউ প্রোগ্রাম শেষে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এর কাছে চাঁপাইনবাবগঞ্জের আমচাষি ও উদ্যোক্তা আহসান হাবিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অতিরিক্ত আম নেওয়া বন্ধে লিকিত আবেদনপত্র প্রদান করেন। এই সময় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ জানান, আম চাষিদের আবেদনটি দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, আম চাষি ও আম উদ্যোক্তা আতিকুর রহমান মিলন, এনামুল হক স্বপন , শামসুজ্জামান, এম এ মান্নান, আবু নূহ।
শিবগঞ্জের ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য সচিব আহসান হাবিব জানান, আমরা কয়েক বছর থেকে আম আড়তদার ও বেপারী সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছি। তিনটি জেলার প্রায় ৮০০ কোটি টাকার অতিরিক্ত আম দিতে বাধ্য হই। ৪০ কেজিতে এক মণ হলেও কয়েক বছর থেকে চাঁপাইনবাবগঞ্জে ৪৬-৫৪ কেজিতে এক মণ হিসেবে আম বিক্রিতে বাধ্য হন আমচাষিরা। তবে এমন সুবিধা পাননা ভোক্তারা। আড়তদার, ব্যাপারীরা এই সুবিধা ভোগ করেন। এ থেকে মুক্তি পেতে মাননীয় কৃষিমন্ত্রীর কাছে আবেদন জানানো হলো।