চাঁপাইনবাবগঞ্জে দরিদ্র নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ ওয়েল ফেয়ার ক্লাবের

18

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৮টি ওয়ার্ডের ৮জন দুস্থ গরিব দুঃখী নারীকে স্ববলম্বী করার লক্ষে সেলাই মেশিন ও মুদিপণ্য দিয়েছে নারীদের সংগঠন ওয়েল ফেয়ার ক্লাব। তাদের মধ্যে ৬জনকে সেলাই মেশিন ও ২জনকে নিজ বাড়িতে মুদি দোকানের জন্য মুদিপণ্য ক্রয় করে দেয়া হয়। শনিবার (৩০ এপ্রিল) নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে এই সহায়তা প্রদান করা হয়।
ওয়েল ফেয়ার ক্লাবের সভানেত্রী সেলিনা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা ডা. গোলাম রাব্বানী। অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেদুল ইসলাম ও সুবিধাভোগী সুফিয়া বেগম।
ওয়েল ফেয়ার ক্লাবের সভানেত্রী সেলিনা বেগম জানান, আজ (গতকাল) ৮জন দরিদ্র অসহায় দুস্থ নারীর কর্মসংস্থান করা হলো। ভবিষ্যতে আরো করব। এ কাজে সমাজের বিত্তবান নারীরা এগিয়ে আসলে পিছিয়ে পড়া নারীরা উপকৃত হবে বলে আমি মনে করি। তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
ওয়েল ফেয়ার ক্লাবের সদস্য জিন্নাত পারভীন, শিল্পী চৌধুরী, আম্বিয়া খাতুন মিলি,আয়েসা নাসরিন বেলি, সোহানা জেসমিন লিপি,নাদিরা আক্তারসহ অন্যানরা।
পরে পৌর এলাকার রাবিয়া,সাহিদা,ফাতেমা বুলবুলি,সুফিয়া খাতুনকে একটি করে সেলাই মেশিন ও সুমাইয়া ও সাবিনা ইয়াসমিনের মুদি দোকানের জন্য ৬ হাজার টাকার বিভিন্ন মালামাল কিনে দেওয়া হয়।