নতুন বছরের প্রথম দিন আজ। শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেয়ার মধ্যদিয়ে আজ উদযাপন করা হবে বই উৎসব। তবে বছরের শেষ দিন গতকাল শনিবার বিকাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় পৌঁছায়নি শতভাগ বই। মাধ্যমিকে বই এসেছে শতকরা ৮৪ ভাগ আর প্রাথমিকে ৯০ ভাগ। তবে শিঘ্রয় বাকি ব্ াপাওয়া যাবে বলে ওই শিক্ষা অফিস জানিয়েছে। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মাধ্যমিকে ১৭ লাখ ৬ হাজার ৪৬১ বইয়ের চাহিদার বিপরিতে বই এসেছে ১৪ লাখ ৪০ হাজার ৬৩৪টি। অন্যদিকে ইবতেদায়িতে শতভাগ বই এসেছে। তবে এসএসসি ভোকেশনালে ২৯ হাজার ৭৫০ বইয়ের চাহিদার বিপরিতে বই এসেছে ২১ হাজার ৬০ টি। দাখিল ভোকেশনালে ১৪৪০ টি বইয়ের বিপরিতে বই এসেছে ১২৬০টি। জেলা শিক্ষা অফিসার মুখলেসুর রহমান আকন্দ জানান, আজ রবিবার শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টায় বই উৎসবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার মধ্য নিয়ে মাধ্যমিক পর্যায়ের বিনামূল্যে পাঠ্য বই বিতরণ কার্যক্রম শুরু হবে। শতভাগ বই না আসার বিষয়ে তিনি বলেন, আমরা আশা করেছিলাম ৩১ ডিসেম্বরের মধ্যে সব বই পেয়ে যাব কিন্তু হয়নি, তবে আশাকরছি দ্রুতই অবশিষ্ট বই গুলো চলে আসবে। এদিকে প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবছর জেলার ৫ উপজেলায় বইয়ের চাহিদা ছিল ১০ লাখ ৮ হাজার ৯৯ টি। নাচোল ও ভোলাহাট উপজেলার সকল বই ইতোমধ্যেই উপজেলার পৌঁছে গেছে, তবে সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুরে ১ম শ্রেণী থেকে ৩য় শ্রেণির বই শতভাগ আসলেও, ৪র্থ ও পঞ্চম শ্রেণির গণিত ও ইসলাম শিক্ষার বই আসেনি। এদিকে প্রাথমিক শিক্ষা অফিসার, আব্দুল কাদের জানান, সকাল ৯টায় শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের মাধ্যমে পাঠ্যবই বিতরণ কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, প্রাথমিকের ৯০ ভাগ বই পাওয়া গেছে। তবে গণিত বইটি না আশায় শতভাগ পূর্ণ হয়নি। দ্রুতই গণিত বিষয়ের বইও পাওয়া যাবে এবং শিক্ষার্থীদের কোন সমস্যা হবে না বলে জানান তিনি।