আজ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সম্মেলন

46

gourbangla logo

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। শহীদ সাটু হলে আয়োজিত সম্মেলনে সংসদ সদস্য আব্দুল ওদুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল কুমার ঘোষ। তিনি জানান, সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় কমিটির শ্রী কাজল দেবনাথ। এছাড়া প্রধান বক্তা হিসেবে থাকবেন কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি জয়ন্ত কুমার দেব এবং বিশেষ অতিথি থাকবেন অনিল সরকার, নির্মাল চ্যাটার্জি ও পদ্¥াবতী দেবী। সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি মোহিত কুমার দাঁ। সম্মেলনের দ্বিতীয় পর্বে কমিটি গঠন করা হবে। সম্মেলনে সকল উপজেলা কমিটির নির্বাহী কমিটির সদস্যদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জনানো হয়েছে।