Last Updated on জুন ২৫, ২০২৪ by
আজমানকে বিয়ে করার কারণ জানালেন চমক
কয়েকদিন আগেই বিয়ের খবর দিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে অনেকটা সাদামাটা সেই বিয়ে নিয়ে আলোচনাও হচ্ছে বেশ। কারণ খুবই সাধারণভাবে অর্থাৎ মাদ্রাসায় গিয়ে আজমান নাসিরকে বিয়ে করেছেন তিনি। দেনমোহর ছিল মাত্র ৯ টাকা। বিয়ের শাড়িটার মূল্য ৯০০ টাকা। এসব নিয়ে আলোচনা তুঙ্গে। তবে বেশ কিছু সমালোচনার জবাব দিয়েছেন এই অভিনেত্রী। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘জন্ম, মৃত্যু, বিয়ে নাকি পূর্বনির্ধারিত ভাগ্য। তাহলে বিয়ে বিষয়টি নিয়ে, কেনো আমরা এত আলোচনা সমালোচনা করি। বিধাতা আমার বিয়েটা, এই মানুষটার সাথেই লিখে রেখেছিলো। এই মানুষটাকে সবাই প্রচ- ধনকুবের কিংবা অসম্ভব ক্ষমতাশীল, খারাপ বা চরিত্রহীন মানুষ বলছে। কিন্তু এই মানুষটা এগুলোর একটাও না। চমকের ভাষ্য, টাকাপয়সা, ক্ষমতা বরং আমারই বোধহয় একটু বেশি। এখন নিশ্চয়ই বলবেন তাহলে কেন তাকে বিয়ে করলাম? প্রথমত, বলেছিলাম বিয়েটা পূর্বনির্ধারিত ভাগ্য। দ্বিতীয়ত, সারাদিন আমি কাজ করে বাড়ি ফিরলে মানুষটা জিজ্ঞাসা করে, রাতে কি খাবে? শরীর কেমন? প্রচ- মাথাব্যথা জ¦রে, মানুষটা আমার পাশে সারারাত জেগে থাকে। অভিনেত্রীর বলেন, ‘কোনো দামী শাড়ি, গয়না, মোটা অংকের দেনমোহর কিছুই না! ৯ টাকা দেনমোহরে, ৯০০ টাকার শাড়ি, হাজার টাকার রজনীগন্ধা, বান্ধবীর শাড়ি আর এক পেইজের থেকে স্পন্সরড ইমিটিশনের গয়না পরেই বিয়েটা করলাম!’ সারাজীবন তার সঙ্গে থাকতে চান এমনটাই জানিয়ে চমক বলেন, ‘এই মুহূর্তে আমার মতো সুখী কজন আছে জানি না! আবার এই সুখ কতদিন টিকবে তাও জানি না! তবে এই মানুষটার সাথে সারাজীবন কাটিয়ে দেয়ার ইচ্ছে আছে। বাকিটা উপরওয়ালার ইচ্ছে! আপনারা ও সুখে থাকুন। আমার জীবন নিয়ে নিজেদের মূল্যবান সময় নষ্ট না করে, অল্পতেই সুখ খুঁজতে শিখুন।’