আজমতপুর সীমান্তে ইয়াবা ও হেরোইন উদ্ধার বিজিবির

8

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবা, ১ কেজি ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। সেই সঙ্গে ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে রবিবার রাত ৯টায় ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে টহল দল আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় টহল দিচ্ছিল। টহল চলাকালে সীমান্ত পিলার ১৮১/৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদমাপাড়া নামক স্থানে একজন লোককে দেখতে পাওয়া যায়। এ সময় টহল দল তাকে ধাওয়া করলে একটি ব্যাগ ফেলে সে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ওই স্থান তল্লাশি করে ফেলে যাওয়া ব্যাগ হতে ১২ হাজার পিস ইয়াবা ও ১ কেজি ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।