শুক্রবার, ২০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ১৫, ২০২৫ by

আগুনে ক্ষতিগ্রস্ত চার পরিবারকে আর্থিক সহায়তা জামায়াতের

চাঁপাইনবাবগঞ্জে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের তিনটি পরিবার এবং বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা এলাকায় এক দোকানিকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার ক্ষতিগ্রস্ত চার পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।
আর্থিক সহায়তা প্রদানকালে নূরুল ইসলাম বুলবুল বলেন, সমাজের যে কোনো মানুষের প্রয়োজনে জামায়াতে ইসলামী মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়, সমাজের কল্যাণে মানবিক সহায়তা কার্যক্রম দলমত, ধর্মবর্ণের বিবেচনা করে না। মানুষ হিসেবে সকল শোষিত বঞ্চিত-মানুষের পাশে জামায়াতে ইসলামী ছিল, আছে এবং থাকবে। তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক ও সাংগঠনিক ৪ দফা কর্মসূচির অন্যতম একটি কর্মসূচি- সমাজ সংস্কার ও সমাজসেবা। সমাজসেবার আওতায় জামায়াতে ইসলামী জাতীয় পর্যায় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের মেহনতি মানুষের কল্যাণে মানবিক সহায়তা প্রদান করে আসছে।
আর্থিক সহায়তা দেয়ার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার আমির হাফেজ আব্দুল আলীম, পৌর সেক্রেটারি মোক্তার হোসেন, দেবীনগর ইউনিয়ন সভাপতি গোলাম মোর্শেদ, ওলামা বিভাগের সভাপতি মাওলানা নাসিরুদ্দিন, যুব বিভাগের সভাপতি মো. শিবগাতুল্লাহ, বালিয়াডাঙ্গা ইউনিয়ন সভাপতি মাওলানা গোলাম কবির, ইউনিয়ন সেক্রেটারি মো. মুনিরুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।

About The Author

শেয়ার করুন