আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে হবে : নারায়ণপুরে উঠান বৈঠকে এমপি জেসি

16

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুরে উঠান বৈঠক ও মতবিনিময় করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। সোমবার বেলা ১১টায় নারায়ণপুর ম ম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত উঠান বৈঠকে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন তিনি।
এসময় এমপি জেসি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন, মুক্তিযোদ্ধা ভাতা দিচ্ছেন। আপনাদের সন্তানরা যেন ঝরে না পড়ে সেজন্য শিক্ষাবৃত্তি দিচ্ছেন। আপনাদের রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে। কাজেই এই সরকারকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে এবং জননেত্রী শেখ হাসিনা যেন আবারো প্রধানমন্ত্রী হয়ে দেশের উন্নয়ন করতে পারেন সেজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে হবে। নৌকার প্রার্থীকে নির্বাচিত করতে হবে।
উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেনÑ নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাই, বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের অবসরপ্রাপ্ত পরিচালক ড. মো. সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শরিয়াতুল্লা লাহুসহ গণ্যমান্য ব্যক্তিরা।
উঠান বৈঠকে শিক্ষক, মুক্তিযোদ্ধা, এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।