জেলা প্রশাসকের নেতৃত্বে সকলের সম্মিলিত প্রচেষ্টায় যেভাবে চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে এবং জন্ম ও মৃত্যু নিবন্ধনে মডেল হয়েছিলাম, আগামী দিনে ঠিক সেভাবে কাজ করলে বাল্যবিবাহ নিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, গ্রাম আদালত শক্তিশালীকরণ, ভিক্ষুক ও অসহায়দের পুনর্বাসন, জলাবদ্ধতা নিরসন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে চাঁপাইনবাবগঞ্জ মডেল হবে।
বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত “করোনা প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ নিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, গ্রাম আদালত শক্তিশালীকরণ, শতভাগ জন্মনিবন্ধন নিশ্চিতকরণ, ভিক্ষুক ও অসহায়দের পুনর্বাসন, জলাবদ্ধতা নিরসন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন চাঁপাইনবাবগঞ্জ” শীর্ষক এক জরুরি ভার্চুয়ালি সভায় আলোচকগণ এমন মতামত তুলে ধরেন।
এসব বিষয়ে গঠিত জেলা কমিটি, উপজেলা কমিটি, পৌরসভা ও পৌর ওয়ার্ড কমিটি, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সদস্য সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিকেলে ভার্চুয়ালি অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেনÑ জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। তিনি আগামী দিনে এসব কাজে সফল হতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম। তিনি সভার শুরুতে করোনা প্রতিরোধসহ জন্ম ও মৃত্যু নিবন্ধনে চাঁপাইনবাবগঞ্জ জেলা মডেল হওয়ায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণের কথা উল্লেখ করেন।
সভায় যুক্ত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, শিবগঞ্জ পৌরসভার মেয়র মনিরুল ইসলাম, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মতিন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়া, জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম।