Last Updated on ফেব্রুয়ারি ১৫, ২০২৫ by
আগামীকাল থেকে শুরু হচ্ছে নারী উদ্যোক্তা মেলা
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে তিনদিনের নারী উদ্যোক্তা মেলা।
‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প’র আওতায় এই মেলার আয়োজন করেছে জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ। জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এই মেলার আয়োজন করা হয়েছে। আগামীকাল বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
শনিবার দুপুরে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে পুরাতন স্টেডিয়ামের পূর্ব-পশ্চিমের দেয়াল ঘেঁষে স্টল সাজানোর কাজ চলছে। মেলায় প্রায় ৬৬টি স্টলে নারী উদ্যোক্তারা তাদের নানান ধরনের পণ্য সামগ্রি বিক্রয় করবেন বলে জানা গেছে। তিনদিনের মেলায় নারী উদ্যোক্তাদের নানান ধরনের তৈরি পোশাকসহ বিভিন্ন গার্মেন্টস পোশাক, চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী নকশিকাঁথাসহ নানান বৈচিত্র্যের হস্তশিল্প, প্রসাধনি, নানান ধরনের খাবারসহ অন্যান্য পণ্যসামগ্রি বিক্রয় করা হবে।
এদিকে মেলা সুষ্ঠুভাবে করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।