আগামীকাল ইলা মিত্রের ১৮তম মৃত্যুবার্ষিকী

44

আগামীকাল ১৩ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের নাচোলের তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেতা রানীমা ইলা মিত্রের ১৮তম মৃত্যুবার্ষিকী। ২০০২ সালের এ দিনে তিনি ৭৭ বছর বয়সে কলকাতায় মৃত্যুবরণ করেন।
১৮তম মৃত্যুবার্ষিকীতে তেভাগা আন্দোলনে ইলা মিত্রের স্মৃতিবিজড়িত স্থান নাচোলের কেন্দুয়া পঞ্চানন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কাঙালি ভোজ ও আলোচনা সভার আয়োজন করেছে রানী ইলা মিত্র সংসদ। আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তার আগে বেলা ১টায় হবে কাঙালি ভোজ।
রানী ইলা মিত্র সংসদের সভাপতি বিধান সিং জানান, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাচোল উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আবদুল কাদের। সম্মানিত নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা এতে সভাপতিত্ব করবেন। এছাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় অংশ নেবেন। বিধান সিং আরো জানান, পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে থাকছে নাচোল উপজেলা প্রেস ক্লাব।
উল্লেখ্য, রানী ইলা মিত্র সংসদ ১১ বছর ধরে ওই একই স্থানে রানামী ইলা মিত্রের মৃত্যুবার্ষিকী পালন করে আসছে।