আগস্টে মুক্তি পাবে অক্ষয়ের ‘ও মাই গড ২’

4

অমিত রাই পরিচালিত ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত হিট চলচ্চিত্র ‘ওহ মাই গড’ বেশ সাড়া ফেলে দিয়েছিল। কোর্ট রুম ড্রামার সিনেমাটি ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ একাধিক অভিযোগের তীরে বিদ্ধ হয়েও বক্স অফিসে ছিল দারুণ সফল। অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল অভিনীত সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে নেয় ১২৩ কোটি রুপি। দীর্ঘদিন পর সিনেমাটির সিক্যুয়েল নিয়ে আসছেন অক্ষয় কুমার। প্রথমে ঘোষণা ছিল সিনেমাটি ওটিটিতে মুক্তি পাবে। তবে এবার নতুন ঘোষণা এলো, প্রেক্ষাগৃহেই মুক্তি পেতে যাচ্ছে ‘ও মাই গড ২’।

সামাজিক কমেডি নির্ভর অক্ষয় কুমারের অত্যন্ত প্রত্যাশিত চলচ্চিত্র ‘ওহ মাই গড ২’-এর মুক্তির তারিখ উন্মোচন করো হয়েছে। চলচ্চিত্রটি ২০২৩ সালের ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রথম চলচ্চিত্রটির মতো এটিও ধর্মীয় বিষয়ের আঙ্গিকেই নির্মিত হতে যাচ্ছে বলে ধারনা করা হচ্ছে। ‘ওহ মাই গড’-এ অক্ষয় কুমার ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছেন। পরেশ রাওয়াল ছিলেন ধর্মীয় কুসংস্কারমুক্ত এক প্রতিবাদী ব্যক্তির চরিত্রে যিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতির দায় হিসেবে ভগবানের বিরুদ্ধেই মামলা করে দেন।

সিনেমাটি হিন্দু ধর্মীয় সংগঠনগুলোর তোপের মুখে পড়লেও দর্শক ও সমালোচক উভয় মহলেই বেশ প্রশংসা কুড়ায়। শুক্রবার অক্ষয় কুমার তার ইনস্টাগ্রামে ‘ওহ মাই গড ২’ সিনেমাটির মুক্তির তারিখ শেয়ার করেছেন। সিনেমাটির একটি পোস্টার শেয়ার করেছেন তারকা। পোস্টারটিতে তাকে ভগবান শিবের ছদ্মবেশে দেখা গেছে। পোস্টারটি শেয়ার করে অক্ষয় হিন্দিতে ক্যাপশনে লিখেছেন, “আমি আসছি। আপনারাও আসুন।” ‘ওহ মাই গড ২’-এ অক্ষয় কুমার ছাড়াও আরো অভিনয় করেছেন ইয়ামি গৌতম, পঙ্কজ ত্রিপাঠি, অরুণ গোভিল এবং আমির নায়েক। অমিত রাইয়ের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করছেন বিপুল ডি শাহ, আশ্বিন ভার্দে, রাজেশ বাহল।