করোনাভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী আগস্টে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে আগ্রহী ভারতীয় ক্রিকেট দল।
গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাহি ও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী এক আলোচনায় আস ন্ন সফর আয়োজন করার ব্যাপারে সিদ্বান্ত নিয়েছেন। তবে সবকিছুই নির্ভর করছে করোনাভাইরাসের পরিস্থিতির উপর। সিরিজ খেলতে কোন আপত্তি নেই দু’দেশের ক্রিকেট বোর্ডের।
বিসিসিআই’র প্রধান নির্বাহি রাহুল জোহরি বলেন, ‘করোনাভাইরসের ভয়াবহ পরিস্থিতি দ্রুত শেষ হলে বর্ষা মৌসুম শেষে ক্রিকেট শুরু করা সম্ভব হবে বলে আশা করি। প্রত্যেকেরই অধিকার আছে, নিজেদের সুরক্ষা নিয়ে ভাবার। ভারত সরকার যেভাবে নির্দেশিকা দিবে, আমরা সেভাবে চলবো। আগামী আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নিয়েই আমরা অনেক বেশি আগ্রহী।’
দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহি জ্যাক ফল বলেন, ‘সিরিজ আয়োজনের ব্যাপারে বিসিসিআইয়ের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। ভারত তার চুক্তি রক্ষা করতে চাইছে এবং তিন ম্যাচের টি-২০ সিরিজটি খেলতে সম্মত হয়েছে। তবে যদি কোন কারনে এই সিরিজটিও স্থগিত হয়ে যায়, তবে আমাদের বা ভারতের কিছুই করার থাকবে না। পরবর্তীতে আমরা আবারো সিরিজ আয়োজন নিয়ে নতুনভাবে ভাববো।’
ফল আরও জানান, ‘এরই মধ্যে সরকারের কাছ থেকে সিরিজ আয়োজনের অনুমতি পেয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। প্রয়োজনে দর্শকহীন স্টেডিয়ামে খেলা হবে। ঐ সিরিজটি ভারত ও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন মাঠে ক্রিকেট ফেরাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’