আওয়ামী লীগের স্বাস্থ্য উপকমিটির সদস্য হলেন শিমুল এমপি

40

আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির অনুমোদন করা হয়েছে। উপকমিটিতে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল সদস্য নির্বাচিত হয়েছেন।
গত শনিবার রাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এই কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২০২৫ সাল পর্যন্ত এ উপকমিটি দায়িত্ব পালন করবে।
উপকমিটিতে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হককে চেয়ারম্যান এবং আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ড. রোকেয়া সুলতানাকে সদস্য সচিব করা হয়েছে।
৭৯ সদস্যের এই উপকমিটিতে রয়েছেন- প্রফেসর প্রাণ গোপাল দত্ত, প্রফেসর এমএ আজিজ, প্রফেসর মনসুর রহমান, ড. সায়েদা জাকিয়া নূর লিপি, প্রফেসর এম এ ইকবাল আসলান, প্রফেসর কামরুল হাসান খান, ড. এহেতাসামুল হক চৌধুরী, ড. আবু নাসের রিজভী, প্রফেসর এহসানুল কোভিদ জগলুল, ড. জামাল উদ্দিন চৌধুরী, প্রফেসর সাইফুদ্দিন আহমেদ, প্রফেসর আ ক মোশারফ হুসাই, প্রফেসর কামরুল হাসান মিলন, ডা. সেলিম আক্তার চৌধুরী, ডা. মোতাহের হোসেন চৌধুরী, প্রফেসর ইউসুফ ফকির, প্রফেসর এমএ রহিম, ডা. মো. তারেক মেহেদী, ডা. আজম খান, ডা. আবুল মাতিন ও মো. আব্দুস সালামসহ আরো অনেকে।