দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন সংগ্রহ ও জমা দিতে শুরু করেছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা। চাঁপাইনবাবগঞ্জের মনোনয়ন প্রত্যাশী নেতারাও সোমবার দলীয় ফরম জমা দিয়েছেন, আবার কেউ কেউ তুলেছেন। আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম তোলা ও জমা শেষ হবে।
এরই ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেনÑ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সদ্য পদত্যাগ করা শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান, কানসাট আন্দোলনের নেতা সাবেক এমপি গোলাম রাব্বানী, আওয়ামী লীগ নেতা নাজমুল হক ও তোহিদুল আলম টিয়া।
অন্যদিকে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসন থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান, সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় আহ্বায়ক চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার, আনোয়ারুল হক আনোয়ার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
তাদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান তার ফেসবুক পেজে লিখেছেনÑ “সোমবার সকাল ১০টা থেকে প্রায় আড়াই ঘণ্টা সংগ্রাম করে উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলাম।”
এছাড়া মাহিয়া মাহিও সোমবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আর গোলাম মোস্তফা বিশ্বাস আগামীকাল মঙ্গলবার জমা দেবেন বলে জানা গেছেন। সোমবার চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য দলীয় ফরম তুলেছেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন। আগামীকাল মঙ্গলবার তিনি জমা দেবেন বলে জানিয়েছেন।
এদিকে ৪৫, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসন থেকে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ। এছাড়াও জেলা আওয়ামী লীগের সহসভাপতি চিকিৎসক নেতা ডা. গোলাম রাব্বানী আগামীকাল মঙ্গলবার তার দলীয় মনোনয়নপত্র জমা দিবেন বলে জানা গেছে।
গত বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে এ তফসিল ঘোষণা করেন তিনি।
ঘোষিত তফসিল অনুযায়ী, সারাদেশের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর বৃহস্পতিবার। ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই হবে, রিটার্নিং অফিসারের বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ থেকে ৯ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর রবিবার, প্রতীক বরাদ্দ করা হবে ১৮ ডিসেম্বর সোমবার এবং আগামী ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।