Last Updated on মে ১০, ২০২৫ by
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরো ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সদরে ৪ জন, শিবগঞ্জে ২ জন, নাচোলে ৪ জন, গোমস্তাপুরে ১ জন ও ভোলাহাটে ২ জন রয়েছেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিবুর রহমান জানান, পূর্বের মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদরে মধ্যে রয়েছেন— সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহুলা গ্রামের হাজি আয়নাল মন্ডলের ছেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আমিনুল ইসলাম; লক্ষ্মীপুর মাস্টারপাড়ার মৃত মুনতাজ মন্ডলের ছেলে বারঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল বাশার; মহারাজপুর ইউনিয়নের মিনটোলা গ্রামের সতেমান মন্ডলের ছেলে সদর উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা ও মহিপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে গোবরাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম।
অন্যদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, পূর্বের একটি মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— গৌরী শংকরপুর গ্রামের মো. শাহলালের ছেলে চককীর্তি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. দেলোয়ার (৩০) এবং চক কৃষ্ণ চন্দ্রপুর গ্রামের আরশাদ আলীর ছেলে চককীর্তি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ইউসুফ আলী মাস্টার (৫৫)।
অপর দিকে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, নাচোল থানায় দায়ের হওয়া আগের একটি মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— ডিমকইল গ্রামের মৃত আব্দুল হাদিম মৃধার ছেলে নাচোল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. নজরুল ইসলাম (৫৭); হাটবাকইল গ্রামের মৃত রুপচাঁদ বর্মনের ছেলে নাচোল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নিতাই চন্দ্র বর্মন (৫৮); নাচোল স্কুলপাড়া মফিজউদ্দিনের ছেলে নাচোল উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম (৫০) এবং ডিমকইল গ্রামের গুল মোহাম্মদের ছেলে আওয়ামী লীগ কর্মী মো. বাবুল হক (৪৮)।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দিন জানান, আগের একটি মামলায় উপজেলা কৃষক লীগের সভাপতি শরিফুল ইসলাম আনসারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার কাজীগ্রামের মৃত ভোদুর ছেলে। গত শুক্রবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় বলে ওসি জানান।
এদিকে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ভোলাহাটে পূর্বের মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মনোয়ার হোসেন (৪০)। তিনি উপজেলার খালে আলমপুর গ্রামের বশির উদ্দিনের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার (৩৮)। তিনি বজরারটেক গ্রামের জবেদ আলী লায়েকের ছেলে।