Last Updated on জুন ২৩, ২০২৪ by
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবে মাতলেন নেতাকর্মীরা
চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার জেলা ও উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ :
নিজস্ব প্রতিবেদক : রবিবার বিকেল সাড়ে ৩টা থেকে নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় দলে দলে সমবেত হন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, মহিলা লীগসহ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে জেলা শহরের প্রাণকেন্দ্র। নেতাকর্মীরা মেতে ওঠেন আনন্দ উৎসবে। সভায় নারী কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
জেলা আওয়ামী লীগের সদস্য এবং জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলকের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যদিয়ে শুরু হয় আলোচনা।
জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান এমপির সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি, সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য জারা জাবীন মাহবুব।
বক্তারা বলেনÑ ৭৫ বছরের পথপরিক্রমায় অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আওয়ামী লীগকে। বারবার ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে যাঁর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না, সেই অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে আওয়ামী লীগকে চিরতরে মুছে দিতে চেয়েছিল স্বাধীনতাবিরোধী শক্তি। কিন্তু তা তারা পারেনি। জাতির পিতার কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশে ফিরে শক্ত হাতে আওয়ামী লীগের হাল ধরেন এবং দেশের উন্নয়নে নিজেকে, আওয়ামী লীগকে নিয়োজিত করেন। দেশ আজ অনেকদূর এগিয়ে গেছে। কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। তাই আওয়ামী লীগও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
পরে একটি বিশাল শোভাযাত্রা বের হয় এবং শেষে ৭৫ পাউন্ডের কেক কাটেন নেতৃবৃন্দ।
আলোচনা সভার একপর্যায়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মু. জিয়াউর রহমানকে সংবর্ধনা দেয়া হয়।
এর আগে সকাল সাড়ে ৮টায় শহরের শহীদ মনিমুল হক সড়কে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। পরে সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসব কর্মসূচিতে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ডা. গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগ সদস্য ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. দুররুল হোদা, উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য গোলাম শাহনেয়াজ অপু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আনন্দ শোভাযাত্রা, কেক কর্তন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীর ব্যানারে অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রাটি রহনপুর বেগম কাচারি প্রাঙ্গণ থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রহনপুর আহম্মদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। সেখানে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চাঁপাইনবাবগঞ্জে-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ূন রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খানসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অন্যদিকে রহনপুর কলোনি মোড়ে আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ও পৌর শাখার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাসসহ অন্য নেতাকর্মীরা।
নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় নাচোল বাজারে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু করে উপজেলা ও পৌর আওয়ামী লীগ।
পরে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় অফিসে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং পৌর সভাপতি আব্দুর রশিদ ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়াল বিশ্বাসসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা শেষে দোয়া করা হয়।
নিয়ামতপুর প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতকা উত্তোলন করা হয়।
বেলা সাড়ে ১১টায় নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শোভাযাত্রাটি শেষ হয়। শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য দেন- খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নিয়ামতপুর সদর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান বজলুর রহমান নঈম, হাজীনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক সুরঞ্জিত বিজয়পুরী।