শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ২৬, ২০২৫ by

আইরিশদের সাথে সমতায় সিরিজ শেষ করলো উন্ডিজ

লক্ষ্য ছিল ৩৮৬ রান। তবে, বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের ইনিংস থেকে কেটে নেয়া হয় ৪ ওভার। নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় ৪৬ ওভারে ৩৬৩ রান। এই রান করতে নেমে ক্যারিবীয় বোলারদের তোপের মুখে ২৯.৫ ওভারে মাত্র ১৬৫ রান করে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। ফলে ডিএল মেথডে ১৯৭ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ। সে সঙ্গে তিন ম্যাচের সিরিজ ড্র করে ১-১ ব্যবধানে। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ১২৪ রানের ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জেতায় সিরিজ হলো ড্র। ডাবলিনের ক্যাসল অ্যাভিনিউ মাঠে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড। তিন নম্বরে নামা কিসি কার্টির ১৪২ বলে ১৭০ রানের ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ৩৮৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ করেন ৭৫ রান। এছাড়া জাস্টিন গ্রিভস করেন ৫০ রান। জবাব দিতে নেমে ১৬৫ রানে অলআউট হওয়া আয়ারল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন ক্যাড কার্মিকায়েল, ২৯ রান করেন লরকান টাকার, ২৮ রান অ্যান্ডি ম্যাকব্রাইন, ২৬ রান পল স্টার্লিং ও ২৩ রান করেন জর্জ ডকরেল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট নেন জাইডেন সিলস।

About The Author

শেয়ার করুন