আইপিএলের চলতি আসরে অনিশ্চিত হয়ে পড়লেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মিচেল মার্শ। নিলামে সাড়ে ৬ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস এবার দলে ভিড়িয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ মাতানো এই ক্রিকেটারকে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে নামার আগেই কোমরে চোট পেয়েছেন মার্শ। চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। আগামী ৬ এপ্রিল আইপিএলে যোগ দেওয়ার কথা ছিল মার্শের। পাকিস্তান সফর শেষ করেই ভারতে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু এখন মার্শের খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ গতকাল সোমবার বলেন, ‘অনুশীলনের সময় মার্শের হিপ-ফ্লেক্সরে চোট লেগেছে। আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু যা মনে হচ্ছে ওর পক্ষে ওয়ানডে সিরিজ খেলা সম্ভব হবে না। ফিল্ডিং ড্রিল করতে গিয়ে ওর চোট লেগেছে। ড্রিল করার সময় ও ঝুঁকে এক হাতে বল ধরতে গিয়েছিল। তখনই ও ব্যথা অনুভব করে।’ ১৯৯৮ সালের পর এই প্রথম পাকিস্তান সফরে এসেছে অস্ট্রেলিয়া। পূর্ণাঙ্গ সিরিজে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ম্য়াচ ও একটি টি-টোয়েন্টি রয়েছে। ২৪ বছর পর পাক মাটিতে টেস্ট সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। প্রথম দু’টি টেস্ট ড্র হয়। ফলে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি ছিল সিরিজ নির্ধারণী। অস্ট্রেলিয়া ১১৫ রানে লাহোর টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে। আজ মঙ্গলবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি এই দুই দল।