বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ২২, ২০২৫ by

আইনি বিপাকে পড়লেন জেনিফার লোপেজ

হলিউডের একটি পার্টিতে সেজেগুজে গিয়েছিলেন অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ। তার পরনে ছিল রেশমি পোশাক, তার ওপর চাপিয়ে নিয়েছিলেন সাদা ওভার সাইজড ফার কোট। কানে ছিল হীরার এয়ারিংস। আর সেই তাক লাগানো ছবিই বিপদ ডেকে আনল জেনিফারের কপালে। বিষয়টি খুলে বললে, নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে আইনি বিপাকে পড়েছেন এই গ্ল্যামার কুইন। সেদিন শুভ্র সাজের তার চার ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন তার অনুসারীরাও। আর তা সামাজিক মাধ্যমে প্রকাশ করতেই বিপত্তি। জেনিফারের বিরুদ্ধে দায়ের হল মামলা, চাওয়া হলো ১ লাখ ৫০ হাজার ডলারের ক্ষতিপূরণ। সংবাদমাধ্যম বিবিসির খবর, সেই ছবিগুলোর চিত্রগ্রাহক এডউইন ব্ল্যাঙ্কো এবং তার সংস্থা ‘ব্যাকগ্রিড’-এর পক্ষ থেকে বিরাট অঙ্কের এই আর্থিক ক্ষতি সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে গায়িকা-অভিনেত্রীর বিরুদ্ধে। গত জানুয়ারি মাসে দুটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জেনিফার। সেখানেই তার ছবি তুলেছিলেন এডউইন। আর সেই ছবিগুলোই সে সময় নিজের ইনস্টাগ্রাম ভাগ করে নেন জেনিফার। ক্যাপশনে লেখেন, ‘জি জি উইকেন্ড গ্ল্যামার’। অভিযোগকারীদের দাবি, ‘লোপেজ অনুমতি ছাড়াই বাণিজ্যিকভাবে এই ছবি ব্যবহার করেছেন, বলা ভালো আত্মপ্রচার সেরেছেন। ওই অনুষ্ঠান থেকে সর্বোচ্চ জনপ্রিয়তা অর্জন করে পোশাক এবং গহনা নির্মাতাকে সুবিধা দিয়েছেন; সুযোগ বুঝে তিনি তার পোশাক ও গহনা নির্মাতা সংস্থার প্রচারও সেরে নিয়েছেন।’ তবে এই প্রথম নয়। অনুমতি ছাড়া ছবি ব্যবহার করে এর আগেও লোপেজ বিবাদে জড়িয়েছেন। ২০১৯ ও ২০২০ সালেও এমন ঘটনার কথা জানাজানি হয়েছিল। ডুয়া লিপা, গিগি হাদিদ এবং ক্লোয়ি কার্দাশিয়ানের বিরুদ্ধেও এমন মামলা হয়েছে। তবে লোপেজের পক্ষ থেকে এ নিয়ে কোনো বক্তব্য জানা যায়নি।

About The Author

শেয়ার করুন