আইনি জটিলতায় জাস্টিন বিবার

4

আইনি জটিলতায় পড়েছেন কানাডিয়ান সংগীত তারকা জাস্টিন বিবার। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। এতে তার বিরুদ্ধে ‘গুলি চালানোর ঘটনায়’ সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়েছে। গেলো বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সুপার বোল এলভিআই খেলা শেষের পার্টিতে গুলি চালায় কিছু অজ্ঞাত ব্যক্তি। এতে মোট তিনজন ব্যক্তি আহত হয়েছিলেন। এর মধ্যে মার্ক শেফার ও অ্যাডাম রহমান নামের দুজন মিলে জাস্টিন বিবারসহ কয়েকজনের নামে মামলাটি করেছেন। অদ্ভুত ব্যাপার হলো, মামলায় অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে মার্কিন র‌্যাপার কোডাক ব্ল্যাকও। যিনি নিজেই সেই গুলিতে আহত হয়েছিলেন!

শুধু তাই নয়, ক্ষতিপূরণ চেয়ে দায়ের করা এ মামলায় অভিযুক্ত করা হয়েছে লস অ্যাঞ্জেলস শহর, পশ্চিম হলিউড শহর এবং লস অ্যাঞ্জেলস কাউন্টিকেও। এদিকে মামলার বিষয়ে কোডাক ব্ল্যাকের আইনজীবী ব্র্যাডফোর্ড কোহেন বলেছেন, ‘আমি আমার ২৬ বছরের ক্যারিয়ারে অনেক বাজে অভিযোগ দেখেছি। তবে এটা সবচেয়ে সস্তাভাবে সাজানো অভিযোগ। আমি আশা করছি, কোডাক শিগগিরই এই মামলা থেকে খালাস পাবেন।’ তবে জাস্টিন বিবার বা তার আইনজীবীর কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। জানা যায়, গত বছরের সেই অনুষ্ঠানে জাস্টিন বিবারের পরিবেশনার পরই গুলির ঘটনা ঘটে। তাদের কারণে ঘটনাটি বাজে রূপ নিয়েছিলো বলে অভিযোগ মামলাকারীদের। সূত্র: মারকা