মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ২৩, ২০২৪ by

আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

চাঁপাইনবাবগঞ্জে আদালতের সহযোগী কর্মচারীদের অংশগ্রহণে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড অফিস এ সভার আয়োজন করে।
চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহা. আদীব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেনÑ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর, জেলা দায়রা ও জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা ভবসুন্দর পাল, জেলা ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তাসহ অন্যরা।
সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহা. আদীব আলী বলেন, দরিদ্র বিচারপ্রার্থীরা যাতে লিগ্যাল এইড কমিটির নিকট আসতে পারে, সে ব্যাপারে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। মামলা দায়েরের পূর্বে লিগ্যাল এইড কমিটির পরামর্শ নেয়ারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, লিগ্যাল এইড অফিস দরিদ্র মানুষদের সরকারি খরচে আইনি সহায়তা দিয়ে আসছে।
তিনি আইনি সহায়তা বা পরামর্শ পেতে টোলমুক্ত ১৬৪৩০ নম্বরে কল করার পরামর্শ দেন।

About The Author

শেয়ার করুন