আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনুর্ধ্ব-২১ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

58

চাঁপাইনবাবগঞ্জে স্টেডিয়ামে শুক্রবার আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনুর্ধ্ব-২১ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানা দল চ্যাম্পিয়ান হয়েছে।
বিকালে জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনাল খেলার উদ্ধোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাস মো. মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া, জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাবের রেজা আহমেদ, গোমস্তাপুর থানার ওসি শাহীন কামাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আজমাল হোসেন।
ফাইনাল খেলায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানা দল ও গোমস্তাপুর থানা দল অংশ নেয়। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা দল ৫০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ান ও গোমস্তাপুর থানা দল ২৬ পয়েন্ট পেয়ে রানাআপ হয়। খেলা শেষে উভয়দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।