বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মার্চ ২৪, ২০২৫ by

আইএফআইসি ও গ্লোবাল ইসলামী ব্যাংকের ইফতার

চাঁপাইনবাবগঞ্জে আইএফআইসি ব্যাংক পিএলসির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বড় ইন্দারা মোড়ে ব্যাংকটির কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শাখা ব্যবস্থাপক রিপন বসাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট সোহরাব হোসেন, ঠিকাদার খাইরুল ইসলাম, সিটি ইলেক্ট্রনিকসের প্রোপ্রাইটার আব্দুল আজিজ, আইএফআইসি ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার নাজমুল ইসলাম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক তানভীর আহমেদ রিয়াদ, সিনিয়র অফিসার আবু সালেক, অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা।
অন্যদিকে গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার পুরাতন বাজারে ব্যাংক ভবনে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- ব্যবস্থাপক আব্দুল হালিম, ম্যানেজার অপারেশন করিম আহমেদ, উপশাখার ইনচার্জ মাহফুজুর রহমান, বাইসের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, শাহ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদসহ আরো অনেকে।

About The Author

শেয়ার করুন