Last Updated on নভেম্বর ২৪, ২০২৪ by
অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে সব পক্ষেরই সচেতনতা দরকার : আলোচনা সভায় অভিমত
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ-২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অ্যান্টিবায়োটিক ওষুধের যথেচ্ছ ব্যবহার প্রতিরোধে সব পক্ষেরই সচেতনতা দরকার বলে অভিমত ব্যক্ত করা হয়েছে। সভায় বলা হয়, শুধু চিকিৎসকের একার পক্ষে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করা যাবে না। এর জন্য ফার্মেসি বা ওষুধের দোকানদার থেকে শুরু করে রোগী এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সবারই সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। এ নিয়ে সচেতনতামূলক প্রচার চালাতে হবে। পাশাপাশি ক্ষেত্রবিশেষে আইন প্রয়োগকারী সংস্থাকে নিয়ে অভিযান চালাতে হবে।
আলোচনা সভাটি রবিবার সকালে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রয়াস ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় সিভিল সার্জন অফিস এসব কর্মসূচির আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ। এ সময় তিনি তার বক্তব্যে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন থাকার এবং অন্যদেরও সচেতন করার আহ্বান জানান।
সভায় অ্যান্টিমাইক্রোবিয়াল নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোছা. রেশমা খাতুন।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন- ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাজির আহমেদ, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক বরুন কুমার মন্ডল, সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শামীমা নাসরিন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মুস্তাফিজুর রহমান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম চাঁপাইনবাবগঞ্জের ফোকাল পার্সন ফারুক আহমেদ এবং জেলা স্বাস্থ্য অফিকার ফোরামের তথ্যায়ন ও গবেষণা সম্পাদক সাংবাদিক সাজিদ তৌহিদ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন অফিসের ভিপিএইচএন মতিয়ারা, জেলা স্বাস্থ্য অধিকার ফোরমের যুব সম্পাদক খোন্দকার আবদুল ওয়াহেদ ও স্বাস্থ্য সম্পাদক শাহনাজ পারভীন, সমতা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আফসানা, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, জুনিয়র অফিসার মোমেনা ফেরদৌস, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলাম, সদস্য আজমারুল, আল-আমিন ও মোফাজ্জল হায়দার।
আলোচনার সভার আগে সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদের নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিটি সিভিল সার্জন অফিস থেকে বের হয়ে কোর্ট চত্বর ঘুরে আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে জেলা স্বাস্থ্য অধিকার ও যুব ফোরামের সদস্যরা অংশ নেন।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর থেকে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ-২০২৪ শুরু হয়। এবছরের প্রতিপাদ্য- ‘অ্যান্টিমাইক্রোবিয়াল অকার্যকারিতা : নিজে জানুন, অন্যকে জানান, প্রতিরোধের এখনই সময় সময়’।
পরে একই স্থানে জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।