Last Updated on মে ২৬, ২০২৪ by
‘অ্যানিমেল’কে পেছনে ফেলে দিল ‘লাপাতা লেডিস’
রণবীর কাপুরের ক্যারিয়ার সেরা ব্লকবাস্টার সিনেমা ‘অ্যানিমেল’কে হারিয়ে দিল কিরণ রাওয়ের সাদামাটা সিনেমা ‘লাপাতা লেডিজ।’ ওয়েব প্ল্যাটফর্মের দর্শকদের সৌজন্যে এই রেকর্ড গড়েছে সিনেমাটি। চলতি বছরের শুরুতেই নেটফ্লিক্সে মুক্তি পায় ‘অ্যানিমেল’। অডিয়েন্স ভিউ’র নিরিখে মাত্র এক মাসেই অ্যানিমেলকে ছাড়িয়ে গেল ‘লাপাতা লেডিজ।’ গত বছরের শেষ মাসে সিনেমা হলে মুক্তি পেয়েছিল রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল দর্শকদের মধ্যে। এক পক্ষ সিনেমার ভায়োলেন্স নিয়ে সমালোচনায় মুখর হয়েছিলেন, আরেক পক্ষ আবার প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। তবে তর্ক-বিতর্ক যাই হোক, প্রায় চার ঘণ্টার এই সিনেমা ৯০০ কোটি টাকার বেশি বক্স অফিস থেকে আয় করে ফেলে। তার পর মুক্তি পেয়েছিল স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সে। অন্যদিকে, কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’ সাধারণ মানুষের গল্প। কোনো এক গাঁয়ের নববধূ জয়া, যে কিনা পড়াশোনা করতে চায়। সমাজের পুরুষবাদী শিকল থেকে মুক্ত হয়ে নিজের শর্তে বাঁচার স্বপ্ন দেখেছিল জয়া। তাই তো পুষ্পা সেজে দীপকের পিছু পিছু হেঁটেছিল সে। ওদিকে দীপক হন্যে হয়ে খুঁজেছিল নিজের আদরের ফুল কুমারীকে। হারিয়ে যাওয়া স্ত্রীকে একবারের জন্যও চরিত্র নিয়ে প্রশ্ন করেনি সে। সাধারণ মানুষের এই অসাধারণ গল্প দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও মন জয় করে নিয়েছিল। বক্স অফিসের হিসেব ধরলে ‘অ্যানিমেল’-এর ব্যবসার ধারে কাছে নেই ‘লাপাতা লেডিজ।’ প্রায় পাঁচ কোটি টাকা বাজেটে তৈরি স্পর্শ শ্রীবাস্তব, প্রতিভা রানটা ও নীতাংশি গোয়েল অভিনীত সিনেমাটির আয় ২৩ কোটি ছাড়িয়েছে। কিন্তু নেটফ্লিক্সে যেন ভিন্ন দৃশ্য তৈরি করেছে লাপাতা লেডিজ। সেখানে প্রথম মাসে ‘অ্যানিমেল’-এর ভিউ ছিল ১৩.৬ মিলিয়ন। আর ‘লাপাতা লেডিজ’ দেখে ফেলেছেন ১৩.৮ মিলিয়ন দর্শক। সহজেই অ্যানিমেলের রেকর্ড ভেঙে দিয়েছে লাপাতা লেডিজ।