আন্তর্জাতিক অহিংস দিবসের মাসব্যাপি ক্যাম্পেইনের অংশ হিসাবে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা, র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শান্তির স্ব-পক্ষে আমরা-সবার জন্য মর্যাদা-সম্মান সুরক্ষা এই প্রতিপাদ্যকে সমানে রেখে পিস কনসোর্টিয়াম প্রকল্পের আওতায় এবং বেসরকারি সংস্থা রুপান্তরের সহাযোগীতায় জেলার উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে কর্মসূচির আয়োজন করে। গত কাল বৃহস্পতিবার নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, শংকরবাটী ও পলশা উচ্চ বিদ্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল ইসলাম। আলোচনায় অংশনেন, সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র শীল, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেন, পিস কনসোর্টিয়াম প্রকল্পের কার্যক্রম সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বারী প্রমুখ। পরে কলেজ ক্যাম্পসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ এ কর্মসূচির আয়োজন করে।
অপর দিকে শংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেন, সহকারী শিক্ষক মাসুম বিল্লাহ, পিস কনসোর্টিয়াম প্রকল্পের কার্যক্রম সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বারীসহ অন্যান্যরা বক্তব্য দেন।
অন্যদিকে জেলার সদর উপজেলার পলশা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. আবু বাক্কার। বক্তব্য দেন, ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, সহকারী শিক্ষক মো. জিয়াউর রহমান ও মো. আবুল কাশেম, পিস কনসোর্টিয়াম প্রকল্পের কার্যক্রম সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বারী। বক্তারা শান্তির পক্ষে সবাইকে জাগ্রত থাকার আহবান জানান। এ ছাড়্র মাদকের কুফল নিয়েও আলোচনা করা হয়। এসব কর্মসূচিতে ওই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।