বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ১৫, ২০২৪ by

অস্ট্রেলিয়া দলে ফ্রেজার-ম্যাকগার্কের সঙ্গী কনোলি

জেইক ফ্রেজার-ম্যাকগার্কের দলের থাকা অনুমিতই ছিল। স্কটল্যান্ড ও ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে আছেন তরুণ এই আগ্রাসী ব্যাটসম্যান। তবে বড় চমক হয়ে এলো আরেকটি নাম। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে জায়গা পেলেন আরেক তরুণ ক্রিকেটার কুপার কনোলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার নির্বাচকদের ভবিষ্যতের পথে ছোটার বার্তাও কিছুটা মিলল এতে। কেবল ১৫টি টি-টোয়েন্টি খেলেই জাতীয় দলে জায়গা করে নিলেন কনোলি। ২০ বছর বয়সী বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার কোনো ফিফটি করতে পারেননি এখনও। তবে তার স্ট্রাইক রেট ১৪৫.৮০, উইকেট নিয়েছেন ৬টি। গত বছর বিগ ব্যাশের ফাইনালে শেষ দিকে দারুণ ক্যামিও ইনিংস খেলে পার্থ স্কর্চার্সের শিরোপা জয়ে অবদান রেখে তিনি নজর কেড়েছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটেঅভিষেকে গত মার্চে শেফিল্ড শিল্ডের ফাইনালে ১২ চার ও ৩ ছক্কায় ৯০ রানের ইনিংস তিনি উপহার দিয়েছিলেন। ডেভিড ওয়ার্নারের অবসরের পর ফ্রেজার-ম্যাকগার্ককেই এখন ভাবা হচ্ছে ওপেনিংয়ের ভবিষ্যৎ। জায়গাটি নিজের করে নেওয়ার লড়াই শুরু হবে তার এই দুই সফর দিয়েই। অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে খেলেছেন তিনি গত ফেব্রুয়ারিতে। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও অভিষেক হয়নি ২২ বছর বয়সী ব্যাটসম্যানের। গত আইপিএল তিনি মাতিয়েছেন বিধ্বংসী ব্যাটিংয়ে। এখন খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে। বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য না পেলেও টি-টোয়েন্টির নেতৃত্বে থাকছেন মিচেল মার্শ। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে ওয়ানডে দলের নেতৃত্বও দেবেন এই অলরাউন্ডার। সামনে অস্ট্রেলিয়ান গ্রীষ্মের ব্যস্ততা ভাবনায় রেখে এই দুই সফর থেকেই বিশ্রাম দেওয়া হয়েছে কামিন্সকে। টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি পেয়েছেন মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েলও। তবে ওয়ানডেতে থাকছেন দুজনই। ম্যাথু শর্ট টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না প্রথম সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য। তবে ওয়ানডে সিরিজে থাকছেন আগ্রাসী এই অলরাউন্ডারও। জশ হেইজেলউডের সঙ্গে টি-টোয়েন্টি দলের পেস আক্রমণ সামলাবেন ন্যাথান এলিস, স্পেন্সার জনসন ও জেভিয়ার বার্টলেট। ক্যামেরন গ্রিনের সঙ্গে আরেক হার্ড-হিটিং পেস বোলিং অলরাউন্ডার অ্যারন হার্ডি আছেন দুই দলেই। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে জায়গা হারিয়েছেন ম্যাথু ওয়েড ও অ্যাশটন অ্যাগার। ওয়েডকে বাদ দেওয়ায় টি-টোয়েন্টির কিপার-ব্যাটসম্যান এখন জশ ইংলিস। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া মার্কাস স্টয়নিস ধরে রেখেছেন টি-টোয়েন্টি দলে জায়গা। ওয়ানডে দলে জায়গা ধরে রাখতে পেরেছেন স্টিভেন স্মিথ। ওয়ানডে দলে ফিরেছেন কিপার-ব্যাটসম্যান অ্যালেক্স কেয়ারি। মূল কিপার যদিও ইংলিসই। স্কটল্যান্ড সফরে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ আগামী ৪, ৬ ও ৭ সেপ্টেম্বর। এই সফরটি হওয়ার কথা ছিল আয়ারল্যান্ডে। তবে আর্থিক সমস্যার কারণে তারা সিরিজ আয়োজন করতে না পারায় সুযোগটি লুফে নিয়েছে স্কটল্যান্ড। ইংল্যান্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১১, ১৩ ও ১৫ সেপ্টেম্বর। এরপর হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
টি-টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, ন্যাথান এলিস, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা।
ওয়ানডে দল: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, ন্যাথান এলিস, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, জশ হেইজেলউড, জশ ইংলিস, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা।

About The Author

শেয়ার করুন