শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ২৫, ২০২৪ by

অস্ট্রেলিয়ায় হাঁস-মুরগির ১০ খামারে বার্ড ফ্লু শনাক্ত

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নের কাছে আরও একটি হাঁস-মুরগির খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) শনাক্ত হয়েছে। এ নিয়ে সেখানে আটটি খামারে ভাইরাসটি ছড়াল। দেশটির রাজ্য সরকার  মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় সংক্রমিত খামারের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। অস্ট্রেলিয়া বর্তমানে তিনটি বার্ড ফ্লু প্রাদুর্ভাব মোকাবিলা করছে। এর মধ্যে দুটি ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নের কাছে আর অন্যটি নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে। এগুলোর প্রতিটি ভিন্ন ধরনের। তবে এর কোনোটিই পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়া পাখি, স্তন্যপায়ী প্রাণী ও মানুষের মধ্যে শনাক্ত হওয়া এইচ৫এন১ ধরনের নয়। ভিক্টোরিয়া সরকার জানায়, আক্রান্ত খামারগুলোর আশপাশে এরইমধ্যে ‘কোয়ারেন্টিন জোন’ হিসেবে ঘোষিত এলাকায় নতুন সংক্রমণ ঘটেছে। এ সংক্রমণ অপ্রত্যাশিত ছিল না। ডিম দেওয়া হাঁস-মুরগির খামারগুলোতে সংক্রমণের হার সবচেয়ে বেশি। এ ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে প্রায় ১৫ লাখ পাখি মেরে ফেলা হতে পারে। তবে ভাইরাসের প্রভাবে এ পর্যন্ত সেখানকার দোকানগুলোতে ডিমের সংকট দেখা দেয়নি। বন্য পাখি থেকে পোষা প্রাণীর শরীরে বার্ড ফ্লু ছড়ায়। অস্ট্রেলিয়ার সরকারি হিসাব অনুসারে, ১৯৭৬ সাল থেকে শুরু করে সর্বশেষ সংক্রমণ মিলিয়ে অস্ট্রেলিয়ায় ১০ বার বার্ড ফ্লু প্রকোপ দেখা গেছে। প্রতিবারই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ।

About The Author

শেয়ার করুন