শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ৫, ২০২৪ by

অস্কারের পাতায় দীপিকা

অস্কারের সঙ্গে দীপিকা পাড়ুকোনের যোগসূত্র সময়ের সঙ্গে আরও নিবিড় হচ্ছে। গত বছর অস্কার মঞ্চে পুরস্কার প্রদান করতে উপস্থিত ছিলেন অভিনেত্রী। এবার অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস নিজেদের ইনস্টাগ্রাম পেজে দীপিকার একটি সিনেমার গানের দৃশ্য শেয়ার করেছেন। স্বাভাবিকভাবেই তা দেখে অভিনেত্রীর অনুরাগীদের মনে খুশির হাওয়া। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার ‘দিওয়ানি মস্তানি’ গানটি শেয়ার করে অস্কার কর্তৃপক্ষ লিখেছে, “বাজিরাও মাস্তানি’ সিনেমাতে ‘দিওয়ানি মাস্তানি’ গানে দীপিকা পাড়ুকোন নাচছেন।” সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই সিনেমায় আরও ছিলেন রণবীর সিং ও প্রিয়াংকা চোপড়া। অজস্র অনুরাগীর মতোই বিষয়টি দীপিকার স্বামী রণবীরের দৃষ্টি এড়ায়নি। ভিডিওর নিচে পর্দার বাজিরাও লিখেছেন, ‘মুগ্ধ করেছে।’ গানটি গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল। তিনিও মন্তব্যের ঘরে ভিডিওটি শেয়ার করার জন্য অস্কার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। অনুরাগীদের একাংশের মতে, ‘বাজিরাও মাস্তানি’ ভারতীয় সিনেমার সংগীতের ক্ষেত্রে মাইলফলক। অ্যাকাডেমি মোশন পিকচার আর্টস গানটিকে যোগ্য স্বীকৃতি দিয়েছে। গত বছর অস্কার মঞ্চে ভারতীয় ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ সেরা সংগীতের শিরোপা পায়। মঞ্চে এই গানের পারফরম্যান্স ঘোষণার দায়িত্ব পালন করেছিলেন দীপিকা। চলতি বছরের সেপ্টেম্বরে এই তারকার কোলজুড়ে আসবে নতুন অতিথি। কিছুদিন আগে খবরটি দীপিকা নিজেই নিশ্চিত করেন। সন্তান আগমনের খবরে তিনি ও তার স্বামী বেশ খুশি।

About The Author

শেয়ার করুন