অষ্টম বেতন স্কেলে বেতন প্রাপ্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সোমবার মানববন্ধন করেছেন বেসরকারি কলেজ শিক্ষকরা। সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, সংগঠনটির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক শামীম আহম্মেদ, যুগ্ন আহ্বায়ক গোলাম মাওলা, নজরুল ইসলাম, ওলিউল আজিম প্রমুখ। মানববন্ধন থেকে বেসরকারি কলেজে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের গত জুলাই থেকে অষ্টম বেতন স্কেল চালুর দাবি জানানো হয়।
Home চাঁপাইনবাবগঞ্জ অষ্টম বেতন স্কেলে বেতন প্রাপ্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে কলেজ শিক্ষকদের মানববন্ধন