মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ২৮, ২০২৪ by

অলিম্পিকের আসর মাতালেন সেলিন ডিওন

এবার অলিম্পিকের আসর বসেছে ফ্রান্সের প্যারিসে। গত শুক্রবার রাতে এক জমকালো আয়োজনে উদযাপিত হলো ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর উদ্বোধনী অনুষ্ঠান। ৩৩তম এই আসরের মঞ্চ মাতিয়ে নজর কেড়েছেন টাইটানিকের ‘মাই হার্ট উইল গো অন’খ্যাত কানাডিয়ান গায়িকা সেলিন ডিওন ও মার্কিন পপতারকা লেডি গাগা। এ দুজন উদ্বোধনী অনুষ্ঠানকে নিয়ে যান অনন্য মাত্রায়। দীর্ঘদিন ধরে জটিল অসুস্থতায় ভুগছিলেন সেলিন ডিওন। সেই অসুস্থতা কাটিয়ে এবার অলিম্পিকে গান গাওয়ার মাধ্যমে মঞ্চে নিজেকে প্রত্যাবর্তন করলেন এই শিল্পী। শুক্রবার আইফেল টাওয়ারের পাদদেশে অলিম্পিকের উদ্বোধনী আয়োজনে চমক নিয়েই হাজির হলেন তিনি। সাদা রঙের গাউনে অভিজাত লুকে মঞ্চে আসেন ডিওন। যেন পাশ্চাত্য সংগীতের রানির প্রত্যাবর্তন! পাক্কা চার বছর পর মঞ্চে ফিরলেন তিনি। আর নিজের ফেরাটাকে রাঙিয়ে তুললেন গ্র্যামিজয়ী এই গায়িকা। তাকে শুনতে বছরের পর বছর আকুল হয়ে অপেক্ষা করছিলেন ভক্তরা। তাকে মঞ্চে পেয়ে উল্লাসে ফেটে পড়েন শ্রোতারা। ডিওনকে অভিবাদন জানান দর্শকরা। মঞ্চে এসে ফরাসি সংগীতশিল্পী এদিথ পিয়াফের বিখ্যাত গান ‘হিম টু লাভ’ পরিবেশন করেন ডিওন। শ্রোতাদের হৃদয়ে আলোড়ন তোলেন ডিওন। শো শেষে এক্সে (টুইটার) গায়িকা ডিওন লিখেছেন, ‘আজ রাতে প্যারিস অলিম্পিকে গান গাইতে পেরে আমি সম্মানিত বোধ করছি। প্যারিস আমার প্রিয় শহর। এই শহরে ফেরাটা আমার জন্য সব সময় আনন্দের।’ ২০২০ সালের মার্চে নিউ জার্সিতে শেষবারের মতো কনসার্ট করেন তিনি। মাঝে করোনাভাইরাস, এরপর জটিল রোগে আক্রান্ত হওয়ার পর আর মঞ্চে ওঠেননি। ২০২২ সালের ডিসেম্বরে সেলিন ডিওন নিজের অসুস্থতার খবর প্রকাশ্যে আনেন। ডিওন জানান, তিনি বিরল এক অসুখে আক্রান্ত। অসুখটির নাম স্টিফ পারসন সিনড্রম (এসপিএস)। স্নায়ুর খুবই বিরল এক অসুখ এটি। এটিকে একধরনের অটোইমিউন ডিস-অর্ডারও বলেন চিকিৎসকরা। গায়িকা জানান, গান গাওয়া বা মঞ্চে পারফর্ম করা তো দূর, তার স্বাভাবিক জীবনই ব্যাহত হয়ে গেছে এর ফলে। সে কারণেই তার গানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তিনি। গত বছরের ডিসেম্বর থেকেই বিশ্রামে চলে যান গায়িকা। গত ২৫ জুন অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ডিওনকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘আই অ্যাম : সেলিন ডিওন’। এতে স্টিফ পারসন সিনড্রোমের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতাসহ জীবনের নানা বিষয়ে কথা বলেছেন গায়িকা। ‘টাইটানিক’ সিনেমার বিখ্যাত গান ‘মাই হার্ট উইল গো অন’-এর জন্য সেরা গায়িকা হিসেবে অস্কার পেয়েছিলেন সেলিন ডিওন। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় এই গায়িকার জীবনে এর আগেও অনেক ঝড় এসেছে। ২০১৪ সালে তার স্বামী রেনে অ্যাঞ্জেলিলের ক্যান্সারের সময় নিজের ক্যারিয়ার থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছিলেন সেলিন। তার এক বছর পর গায়িকা আবার গানের জগতে ফিরে আসেন। কিন্তু ২০১৬ সালে স্বামী অ্যাঞ্জেলিল ও ভাই ড্যানিয়েল ডিওনের মৃত্যুতে তিনি ফের গানের জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন। অবশেষে ২০১৯ সালে স্টুডিও অ্যালবাম ‘কারেজ’ নিয়ে প্রত্যাবর্তন করেন গায়িকা। অ্যালবামটিতে তার সঙ্গে আরো গেয়েছেন সিয়া, স্যাম স্মিথ ও ডেভিড গুয়েটার। এরপর বিরল ব্যাধিতে পড়েন গায়িকা। ভক্তরাও প্রত্যাশায় রয়েছেন গায়িকার সুস্থ হয়ে গানের জগতে ফিরে আসার।

 

About The Author

শেয়ার করুন