কাজের তাড়নায় সারা বছরই ব্যস্ত থাকতে হয় অভিনয় শিল্পীদের। তবে কাজের সুবাদে ঘুরাঘুরিও সুযোগ থাকলেও সাথে তোর আর পরিবার রাখা চলে না! এজন্য অভিনয় শিল্পীরা কিছুটা সময় রাখেন পরিবারের জন্য, অবসর কাটাতে দুর মুল্লুকে উড়ে যান। অক্ষয়ের পর এবার পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন মি. পারফেক্ট আমির খান। আমির পরিবার ঘর থেকে বের হন গত ৩ নভেম্বর, শুরুতে গিয়েছিলেন অরুণাচল রাজ্যের সমস্ত দর্শনীয় জায়গায়। স্ত্রী কিরণ রাওয়ের জন্মদিন উদযাপন করতে সেখানে গেছেন তিনি। সঙ্গে আছে তাদের পুত্র সন্তান আজাদ রাও খান। ভ্রমণে মনোরম পরিবেশ আর দর্শনীয় দৃশ্যের ছবি শেয়ার করতে ভূল করেন নি এই চিরতরুণ অভিনেতা আমির। অরুণাচলে ভ্রমণের মুগ্ধতা নিয়ে আমির তাঁর টুইট বার্তায় লিখেছেন, সত্যিই অরুণাচলের প্রাকৃতিক সৌন্দর্য্য অনেক সুন্দর। বেশ কয়েকদিন অরুণাচল থাকার পর এবার পৌছেছেন মেঘালয়ে। নিয়মিত টুইট বার্তায় ভ্রমণের খবর ও ছবি শেয়ার করছেন ভক্তদের উদ্দেশ্যে। ৭ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের এক টুইট বার্তায় দেখা গেছে স্ত্রী ও পুত্রর সঙ্গে রোদ্রজ্জ্বল মুহূর্তের তোলা একটি ছবি পোস্ট করেছেন। তাদের সামনে ছিলো চকলেট রঙের একটি বার্থডে কেক।
পোস্টে আমির লিখেছেন, সুন্দর মেঘালয়ে শুরু হলো কিরণের জন্মদিন পালন। উল্লেখ্য, মঙ্গলবার ৮ নভেম্বর ৪৩ বছরে পা রাখলেন আমিরের সহধর্মিনী কিরণ রাও। মূলত এ আয়োজনে পরিবার নিয়ে ভারতের উত্তর থেকে পূর্বাঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন আমির পরিবার। আমির ছাড়াও অবসর কাটাতে গেল সপ্তাহে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গিয়েছিলেন অক্ষয় কুমার ও তাঁর পরিবার। তাহলে কি বলিউড সুপারস্টারদের এখন ভ্যাকেশন চলচে নাকি! আমির পরিবারের পর কে থাকছেন!