রবিবার, ১৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ৮, ২০২৪ by

অভিষেক মৌসুমেই চেলসির ‘সেরা খেলোয়াড়’ পালমার

চলতি মৌসুমে ৪২.৫ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটি ছেড়ে চেলসিতে যোগ দেন কোল পালমার। সেই থেকে কাটাচ্ছেন দারুণ এক মৌসুম। তার ফলস্বরূপ চেলসির বার্ষিক ‘সিএফসি অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠানে জোড়া পদকে ভূষিত হলেন এ তরুণ তারকা। পচেত্তিনোর চেলসি দলে তার জায়গা পাক্কা। মৌসুমে ৪৫টি ম্যাচে নেমে গোল করেছেন ২৬। গোলে সহায়তা করেছেন ১৩টি। এর মধ্যে প্রিমিয়ার লিগেই জাল খুঁজে পেয়েছেন ২১ বার। ২৫ গোল নিয়ে আর্লিং হালান্ড ছাড়া তার সামনে নেই আর কেউ। প্রিমিয়ার লিগে গোল্ডেন বুটের লড়াইটাও চলছে দুই সাবেক সতীর্থের মধ্যে।

২২ বছরের পালমার জায়গা পেয়েছেন ইংল্যান্ড জাতীয় দলেও। আসছে ইউরোতে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ অপেক্ষা করছে তার জন্য। এমন দারুণ মৌসুম শেষে চেলসির ‘মৌসুম সেরা’খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পালমার। গত মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে জমকালো ‘সিএফসি অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠানে বছরের সেরা খেলোয়াড়দের স্বীকৃতি জানায় চেলসি। পালমার জিতেছেন আরও একটি পুরস্কার। ক্লাব সতীর্থদের ভোটে নির্বাচিত হয়েছেন পুরুষ বিভাগে বর্ষসেরা খেলোয়াড়। একই পুরস্কার নারী বিভাগে জিতেছেন জেস কার্টার। নারীদের ‘মৌসুমসেরা খেলোয়াড়’ হয়েছেন লরেন জেমস। সেরা একাডেমি খেলোয়াড় পুরস্কার জিতেছেন পুরুষ বিভাগে আলফি গিলক্রিস্ট ও নারী বিভাগে কেটি কক্স।

About The Author

শেয়ার করুন