বুধবার, ৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on ডিসেম্বর ১৩, ২০২৪ by

অভিনেতা আল্লু অর্জুন গ্রেপ্তার

পুষ্পা-২ খ্যাত দক্ষিণি সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারের সময় পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়। এ ছাড়া সেদিন গুরুতর আহত হয় ওই নারীর ৯ বছর বয়সী ছেলে। এ ঘটনায় হায়দ্রাবাদ পুলিশ ৪১ বছর বয়সী আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। এ ছাড়া সেই ঘটনার আল্লু অর্জুনের নিরাপত্তা দল এবং সন্ধ্যা থিয়েটারের ম্যানেজমেন্টের বিরুদ্ধেও মামলা হয়। এই পদদলনের ঘটনায় সংযোগ থাকার অভিযোগে গতকাল শুক্রবার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হায়দ্রাবাদের চিক্কাদপাল্লি পুলিশ স্টেশন থেকে একদল পুলিশ গতকাল শুক্রবার আল্লু অর্জুনের বাসভবনে যায় এবং তাকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আল্লু অর্জুনকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে জেরা করা হবে।

About The Author

শেয়ার করুন