শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on সেপ্টেম্বর ৯, ২০২৪ by

অভিজ্ঞদের ছাড়াই দল ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা

জেসন স্মিথ, এনকাবা পিটার এবং আন্দিলে সিমেলেন আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ডাক পেয়েছেন। সংযুক্ত আরব-আমিরাতের মাঠে এই দুই সিরিজ খেলতে যাবে প্রোটিয়ারা। ইনজুরি কাটিয়ে দুই ফরম্যাটের দলেই ফিরলেন পেসার লুঙ্গি এনগিডি। তবে রাবাদা, মহারাজ, নরকিয়া, জানসেন, শামসি, মিলার এবং ক্লাসেন নেই কোনো স্কোয়াডেই। ১৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব-আমিরাতে উড়ে যাবে টেম্বা বাভুমা, এইডেন মার্করামরা। আফগানিস্তানের বিপক্ষে শারজাহতে ১৮ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে। এরপর ২৭ সেপ্টেম্বর আবুধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ হবে। টেম্বা বাভুমা আফগানিস্তান এবং আয়ারল্যান্ড দুই সিরিজেই ওডিআই স্কোয়াডের নেতৃত্ব দেবেন, আর এইডেন মার্করাম টি-টোয়েন্টিতে দলের নেতৃত্বে। লেগস্পিনার পিটার এবং অলরাউন্ডার জেসন অবশ্য প্রোটিয়া জার্সিতে টি-টোয়েন্টি ম্যাচ খেলেন আগেই। তবে ২১ বছর বয়সী অলরাউন্ডার সিমেলেনের জন্য এটি আন্তর্জাতিক দলে প্রথম ডাক। র‌্যাসি ভ্যান ডুসেন খেলবেন কেবল আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে। পেসার লুঙ্গি এনগিডি চোট থেকে সেরে উঠেছেন এবং তাকে আরব-আমিরাত সফরের তিনটি দলেই রাখা হয়েছে। আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে দেখা যায়নি। আফগানিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, বিওর্ন ফরচুইন, রেজা হেনড্রিক্স, এইডেন মার্করাম, ভিয়ান মুলডার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেলুকওয়ায়ো, এনকাবা পিটার, আন্দিলে সিমেলেন, জেসন স্মিথ, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনে এবং লিজাদ উইলিয়ামস। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, ম্যাথু ব্রিটজকে, নান্দ্রে বার্গার, বিওর্ন ফরচুইন, রেজা হেনড্রিক্স, প্যাট্রিক ক্রুগার, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, এনকাবা পিটার, রায়ান রিকেল্টন, আন্দিলে সিমেলেন, জেসন স্মিথ, ট্রিস্টান স্টাবস এবং লিজাদ উইলিয়ামস। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, বিওর্ন ফরচুইন, ভিয়ান মুলদার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেলুকওয়ায়ো, এনকাবা পিটার, রায়ান রিকেল্টন, জেসন স্মিথ, ট্রিস্টান স্টাবস, র‌্যাসি ভ্যান ডুসেন, কাইল ভেরেইনে এবং লিজাদ উইলিয়ামস।

About The Author

শেয়ার করুন