বুধবার, ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মার্চ ২৭, ২০২৫ by

অবৈধ বালু উত্তোলন ও ইজারা না দেয়ার দাবিতে মানববন্ধন

ভাঙন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও নতুন করে ইজারা না দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন তিনটি ইউনিয়নের জনসাধারণ।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সদর উপজেলার আলাতুলী, দেবীনগর ও শাহজাহানপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বারবার নদী ভাঙনের শিকার হয়ে আমরা তিনটি ইউনিয়নের বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে নদী পাড়ে বসবাস করছি। পানি উন্নয়ন বোর্ড ২০১৪ থেকে ২০১৬ সালে প্রায় সাড়ে ৬০০ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণ করেছে। কিন্তু বালু উত্তোলনের ফলে বাঁধের ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যতে আমাদের এলাকা ভাঙনের মুখে পড়েছে।
তারা আরো বলেন, এরই মধ্যে নদীর বাঁধ ভেঙে বেশ কিছু বসতবাড়ী, স্কুল, মাদ্রাসাসহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাদী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
মানববন্ধনে বক্তব্য দেন- স্থানীয় বাসিন্দা মতিউর রহমান কায়সার, আব্দুল আলিম, মো. কাওসার, আব্দুল জলিল, মাসুদ রানাসহ অন্যরা।
মানববন্ধন শেষে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও নতুন করে ইজারা না দেয়ার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

About The Author

শেয়ার করুন