শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on আগস্ট ৮, ২০২৪ by

অবসর নিলেন ভারতের নারী কুস্তিগির

অলিম্পিকে কুস্তি থেকে ডিসকোয়ালিফাই হওয়ার একদিন পর অবসরের ঘোষণা দিলেন ভারতের তারকা নারী কুস্তিগির বিনেশ ফোগাট। তার ডিসকোয়ালিফাই হওয়াটা ছিল দুর্ভাগ্যজনক। মহিলাদের ৫০ কেজি বিভাগে ফাইনালে উঠেছিলেন। প্রত্যাশা ছিল সোনা জয়ের। কিন্তু ভারতের অলিম্পিকস সংস্থা জানিয়ে দেয়, ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল করা হয়েছে বিনেশকে। গত বছর ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধানের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগ ওঠে। সেটি নিয়ে চলা দীর্ঘ আন্দোলনে সবার নজর কেড়েছিলেন ২৯ বছর বয়সী ফোগাট। তিনবার কমনওয়েলথ গেমসে সোনাজয়ী এই তারকা আক্ষেপ করে মায়ের উদ্দেশ্য করে প্ল্যাট ফর্ম এক্সে বলেছেন, ‘মা আমার বিপক্ষে কুস্তির জয় হয়েছে। আমি হেরেছি। তোমার স্বপ্ন আর আমার সাহস পুরোপুরি চূর্ণ। আমার মাঝে সেই শক্তিটা আর নেই। কুস্তিকে বিদায়। তোমাদের কাছে ঋণী হয়ে থাকবো। ক্ষমা করে দিও।’

About The Author

শেয়ার করুন