Last Updated on মে ৩১, ২০২৪ by
অবসরে যাচ্ছেন উরুগুয়ের সর্বোচ্চ দ্বিতীয় গোলদাতা
কোপা আমেরিকার আসর শুরু হতে আর একমাসও বাকি নেই। এর আগেই অবসরের ঘোষণা দিলেন উরুগুয়ের কিংবদন্তি এডিনসন কাভানি। তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ৩৭ বছর বয়সী কিংবদন্তি স্ট্রাইকার। সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন কাভানি। উরুগুয়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড কাভানির। এ ছাড়া উরুগুয়ের ইতিহাসে সবথেকে বেশি গোল করা ফুটবলারের তালিকাতেও দ্বিতীয় স্থানে রয়েছেন এই স্ট্রাইকার। উরুগুয়ের জাতীয় দলের হয়ে ১৩৬টি ম্যাচ খেলে গোল করেছেন ৫৮টি, রয়েছে ১৭টি অ্যাসিস্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন কাভানি। এখন তিনি আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সে খেলেন। ক্লাব ফুটবলে কাভানি নাপোলির হয়ে খেলেছেন। এছাড়াও খেলেছেন পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে। পিএসজির হয়ে ৩০১টি ম্যাচে ২০০ গোল করে কিলিয়ান এমবাপ্পের পরে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি। কাভানি উরুগুয়ের হয়ে ২০১১ সালে কোপা আমেরিকা জেতেন। ২০১৮ সালের ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে ১০ গোল করে কনমেবলে সর্বাধিক গোলদাতা হন।