রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুলাই ৬, ২০২৪ by

অবসরে টনি ক্রুস

আগেই ঘোষণা দিয়েছিলেন ইউরো শেষে জার্মান জাতীয় দলের জার্সিটি খুলে রাখবেন ক্রুস। ইউরোযাত্রা শেষ হয়েছে জার্মানির। কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে চলমান ইউরো থেকে বিদায় নিয়েছে জার্মানি। দলের বিদায়ের সঙ্গে শেষ হয়ে গেছে তারকা মিডফিল্ডার টনি ক্রুসের জার্মানির সঙ্গে যাত্রাও। গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতে ক্লাব ফুটবলের ইতি টেনেছিলেন রিয়ালের হয়ে। এবারের ইউরোতে ফেভারিট ধরা হচ্ছিল স্বাগতিক জার্মানিকে। দুর্দান্ত ফর্ম দেখিয়েই কোয়ার্টারে উঠেছিল জার্মানরা। কিন্তু আরেক ফেভারিট স্পেনের বিপক্ষে হেরে বিদায় নিতে হলো তাদের। ৮৯ মিনিটে সমতায় ফেরার পর অতিরিক্ত সময়ের ১১৯তম মিনিটে ২-১ ব্যবধানে হেরে স্বাগতিকরাই দর্শক বনে গেল। ক্রুসের রিয়াল মাদ্রিদ সতীর্থ হোসেলু আগেই অবসরে পাঠানোর হুমকি দিয়ে রেখেছিলেন। হলোও তা-ই। অবসরেই যেতে হচ্ছে ক্রুসকে। বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ করতে হলো তিক্ত বিদায় নিয়ে। পরে অবশ্য স্পেনের রিয়াল সতীর্থ দানি কারভাহাল ও হোসেলুরা এসে তাকে বিদায়ি অভিনন্দন জানান। দর্শকদের উদ্দেশে হাত নেড়ে খেলোয়াড়ি ক্যারিয়ারে শেষবার মাঠ ছাড়েন। দর্শকরাও চোখের জলে বিদায় দেন তাদের প্রিয় খেলোয়াড়কে। নিজের শেষ ম্যাচেও উজ্জ্বল ছিলেন ক্রুস। দয়িত্ব পালন করেছেন জার্মানদের মাঝমাঠের অতন্দ্র প্রহরী হিসেবে। ম্যাচজুড়েই প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়া কিংবা জার্মানির আক্রমণ শাণাতে ভূমিকা রেখেছেন তিনি। এবারের ইউরোতে তার পাসিং অ্যাকুরেসি ছিল ৯৫ শতাংশ। জার্মানির হয়ে ২০০৯ সালে অভিষেক হয় ক্রুসের। এরপর জার্মানির জার্সি গায়ে জড়িয়েছেন ১১৪ ম্যাচে। ১৭ গোলের পাশাপাশি করেছেন ১৭টি অ্যাসিস্টও। ক্লাব ক্যারিয়ারে বায়ার্ন মিউনিখ, বায়ার লেভারকুসেন ও রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন এই মিডফিল্ডার। এদিকে ইউরো থেকে জার্মানির ছিটকে যাওয়ার পরপরই অবসরের ইঙ্গিত দিয়েছেন আরেক জার্মান তারকা টমাস মুলার। জার্মান স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মুলার বলেন, ‘খুব সম্ভবত এটি আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ।’

About The Author

শেয়ার করুন