সোমবার, ১৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জানুয়ারি ২৩, ২০২৫ by

অবশেষে রংপুরের জয়রথ থামালো রাজশাহী

চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচে দুর্বার রাজশাহীর কাছে ২৪ রানে হারল রংপুর রাইডার্স। টানা ৮ জয়ে উড়তে থাকা রংপুরকে অবশেষে মাটিতে নামাল বিপিএলে ধুঁকতে থাকা রাজশাহী। ১৭১ রানের টার্গেট টপকাতে নেমে ১৪৬ রানের বেশি করতে পারেনি রংপুরের শক্তিশালী ব্যাটিং লাইন। রংপুরকে অল্পতেই আটকে দিতে বল হাতে ম্যাজিক দেখিয়ে রায়ান বার্ল পূরণ করেন ফাইফার। জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারানো দুর্বার রাজশাহী পায় ১৭০ রানের সংগ্রহ। ৩২ বল খেলা ইয়াসির আলি চৌধুরী ৬ ছক্কা, ২ চারে খেলেন ৬০ রানের ইনিংস। এর আগে ওপেনার সাব্বির হোসেনের ব্যাট থেকে আসে ৩৯ রান। এনামুল হক বিজয় দুর্ভাগ্যজনক ভাবে রান আউটের শিকার হন ব্যক্তিগত ৩৪ রানে। রংপুরের দুই পাকিস্তানি খুশদিল শাহ, আকিফ জাভেদ পান ৩টি করে উইকেট। এই দুই বোলারের কাছেই বিপর্যস্ত হয়ে যায় দুর্বার রাজশাহীর ব্যাটিং অর্ডার। লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বিপাকে রংপুর রাইডার্স। তাসকিন আহমেদ স্টাম্প ভাঙেন ইরফান শুক্কুরের। ইনিংসের ৪র্থ ওভারে এসএম মেহেরব এসে তুলে নেন জোড়া উইকেট। ৪ রানে থাকা স্টেভেন টেইলরকে বোল্ড করে ইফতিখার আহমেদকে গোল্ডেন ডাকের স্বাদ দেন। ১৪ রানের বেশি করতে পারেননি খুশদিল শাহ। তবে রংপুরের সংগ্রহ টেনে নেওয়ার কাজটা করেন সাইফ হাসান আর নুরুল হাসান সোহান। সাইফ ৪৩, সোহান ৪১ রান করে বিদায় নিলে জয়ের রেস থেকে ছিটকে যায় রাইডার্সরা। শেষ দিকে ১৪ বলে ২৩ রানের ক্যামিও খেলে হারের ব্যবধান কমিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

About The Author

শেয়ার করুন