Last Updated on নভেম্বর ১৪, ২০২৪ by
অবশেষে পাকিস্তানেই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি
সম্প্রতি পাকিস্তানকে আয়োজক হিসেবে দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একটি প্রচারণামূলক প্রোমো ভিডিও প্রকাশ করেছে আইসিসি। যা নিশ্চিত করে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হিসেবে থাকছে পাকিস্তানই। প্রোমোটি একটি আকর্ষণীয়ভাবে লোগো এবং ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে যা ক্রিকেটের স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতিকে প্রতিফলিত করে। তাছাড়া দেড় মিনিটের এই ভিডিওতে অংশগ্রহণ কারী দেশ গুলো এবং পাকিস্তানের সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে। পাকিস্তানকে আয়োজক দেখিয়ে ভিডিও প্রকাশ করে জনমনে উত্তেজনা ছড়ালেও ভারতের অংশগ্রহণ নিয়ে চ্যালেঞ্জ এখনো রয়েই গেছে আইসিসির। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি ভারতের অংশগ্রহণ এখনো নিশ্চিত করতে পারেনি। নিরাপত্তা ইস্যু দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবেনা ভারত তা ইতোমধ্যেই জানা গেছে। এদিকে বেঁকে বসেছে পাকিস্তান ও। ভারতের বিরুদ্ধে আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যার প্রস্তুতি নিচ্ছে পিসিবি। পিসিবির ঘনিষ্ঠ সূত্র থেকে এ ও জানা গেছে, ভারত না আসলে আগামীতে ভারতের বিপক্ষে কোনো ম্যাচ খেলবেনা পাকিস্তান। একাধিক প্রতিবেদন অনুসারে, টুর্নামেন্টটি দক্ষিণ আফ্রিকা বা সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরের মতো বিকল্পগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। তবে পিসিবি হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন নাকচ করে দিয়েছে। টুর্নামেন্ট যতই ঘনিয়ে আসছে আয়েজনের জটিলতা আরো বাড়ছে। সবার চোখ এখন আইসিসি, বিসিসিআই এবং পিসিবির দিকে। শেষ পর্যন্ত কি হয় এবার সেটাই দেখার অপেক্ষা।