অবশেষে আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা ভারতের

6

করোনাভাইরাস মহামারির কারণে প্রায় ২ বছর পর নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ভারত। প্রথম পর্যায়ে ৪০ দেশে ৬০টি এয়ারলাইন্সকে বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, ডিজিসিএ’র আদেশে বলা হয়েছে, নির্ধারিত বিদেশী এয়ারলাইন্সগুলো তাদের আন্তর্জাতিক সময়সূচীর অনুমোদনের জন্য আবেদন করেছে। সেই হিসেবে গ্রীষ্মকালীন সময়সূচী ২৭ মার্চ, ২০২২ থেকে চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। প্রতিবেদনে আরও জানানো হয় মোট ৬৬টি এয়ারলাইন্স ভারতের আকাশপথে পরিষেবা দেবে। এর মধ্যে ৬টি ভারতীয় এয়ারলাইন্স এবং ৬০টি বিদেশি এয়ারলাইন্স রয়েছে। অবশ্য ৪০টি দেশ থেকে এই ৬০টি এয়ারলাইন্সকে যাত্রী পরিবহনে অনুমতি দেওয়া হলেও এর মধ্যে চীনের কোনো বিমান সংস্থা নেই। আবার, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এক টুইটে বলেন, ‘স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে এবং কোভিড১৯ শনাক্তের হার কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে, ২৭ মার্চ থেকে আমরা আন্তর্জাতিক ভ্রমণ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।’ দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ২০২০ সালের মার্চ মাসে ভারত সরকার সব ধরনের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করে।