বিএনপি-জামায়াতের ডাকা সর্বাত্মক অবরোধের তৃতীয় দিন অতিবাহিত হয়েছে। তবে বৃহস্পতিবারও চাঁপইনবাবগঞ্জ জেলাশহরের মাঠে দেখা যায়নি পিকেটারদের। খাদ্যপণ্যবাহী ট্রাকসহ পণ্যবাহী ট্রাক ও কিছু বাস চলাচল করতে দেখা গেছে। এছাড়া ছোট ছোট যানগুলো অবাধে চলাচল করেছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও আনসার সদস্যদের যৌথ টহল দিতে দেখা গেছে। সেইসঙ্গে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন ছিল পুলিশ। জনসাধারণের জানমাল রক্ষায় প্রশাসনের নজরদারি ছিল চোখে পড়ার মতো। রুটে চলাচলকারী যাত্রীদের ইজিবাইক অথবা সিএনজিতে করে যাতায়াত করতে দেখা গেছে।
জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী বলেন, বিচ্ছিন্নভাবে আন্তঃজেলা ও আন্তঃউপজেলা রুটে বাস চলাচল করেছে। তবে পণ্যবাহী ট্রাক পুরোদমেই চলেছে।
এদিকে জেলা পুলিশের ডিএসবি শাখার ডিআইও-১ এস এম জাকারিয়া জানান, শিবগঞ্জ, ভোলাহাট ও নাচোল উপজেলায় গত ২৪ ঘণ্টায় ১ জন করে মোট ৩ জনকে মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।