পাখি ডাকে খুব ভোরে
সে যেন কিছু বলে,
ফুল ফোটে নতুন গাছে
তার পাশে মৌ-মাছি
উড়ে উড়ে চলে।
নদীতে মাছ ক্ষেতে ধান
কৃষক গাই গান,
বুড়ো নানী বসে বসে
খায় শুধু পান।
উড়ছে পাখি মেলে ডানা
খুব আপন মনে,
দুর আকাশে মেঘ জমেছে
ঝিঝি পোকা ডাকছে বনে।
একটু পড়ে নামবে বৃষ্টি
চারিদিক হবে অপরুপ সৃষ্টি,
চেয়ে রবে সব অপলক দৃষ্টি
পরিবেশটা হবে শুধুই মিষ্টি।