অন্ধকার জগত’ দিয়ে মাহির নতুন বছর

124

চলতি বছরের ফেব্রুয়ারির ২২ তারিখে ‘অন্ধকার জগত’ নিয়ে পর্দায় হাজির হচ্ছেন দর্শকপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ ছবিটি নির্মাণ করছেন বদিউল আলম খোকন। আর এ ছবির মাধ্যমে প্রথমবার একই ফ্রেমে ডি এ তায়েব ও মাহি। ছবিটি নিয়ে বেশ আশাবাদী মাহি। মাহি জানালেন ছবিটি নিয়ে তার অভিব্যক্তি। তিনি বলেন, অত্যান্ত ভালো একজন নির্মাতা বডিউল আলম খোকন। তিনি সিনেমাটির চিত্রনাট্য এমনভাবে তৈরি করেছেন সত্যি প্রশংসা পাওয়ার মতো। এ ছবির কাহিনীতে দারুণ অ্যাকশন রয়েছে। আর দর্শকরা আমাকে এ ছবিতে আমাকে ডিবি অফিসারের চরিত্রে খুঁজে পাবেন। একটা অ্যাকশন ঘরানোর ছবি এটি। দর্শকদের বেশ ভালো লাগবে।
মাহিয়া মাহি অভিনীত সিনেমা ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’,‘অগ্নি’, ‘অগ্নি টু’, ‘কৃষ্ণপক্ষ’সহ বেশকিছু ছবি দর্শকরা পছন্দ করেছেন। তবে গকবছর মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জান্নাত’, ‘মনে রেখো’, ‘পবিত্র ভালোবাসা’ নামের ছবিগুলো ভালো ব্যবসা করতে পারেনি।
এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ‘বর্তমান সময়ে এসে দর্শকরা হলে যেতে চাই না। ্এর বড় কারণ দেশে অনেকে মোবাইল ফোনের মাধ্যমে সিনেমা দেখে। যার কারণে তারা হলে গিয়ে সিনেমা দেখা কমে দিয়েছেন। গত বছরের মুক্তি পাওয়া ছবি ‘জান্নাত’, ‘মনে রেখো’ নিয়ে মাহি বলেন, ভালো হলেও নানান কারণে আমি গত বছর আশানুরূপ সাড়া পায়নি। তাই গত বছর ব্যক্তিগত জীবন ভালো গেলেও ক্যারিয়ারের দিক দিয়ে সময়টা আমার ভালো যায়নি। তবে নতুন বছর নিয়ে আমি বেশ আশাবাদী। এদিকে নতুন বছরের দুই মাস অতিবাহিত হলেও এখনও ক্যামেরার সামনে দাঁড়াননি মাহি। কারণ তিনি বলেছেন নতুন বছর নতুন ছবির মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি।এ বিষয়ে মাহি বলেন, এখনও কাজ করার মতো ভালো গল্প পায়নি। আর তাই কাজ শুরু করতেও পারছি না। ‘অন্ধকার জগত’ ছবির পর মাহি অভিনীত ‘আনন্দ অশ্রু’ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ ছবিতে মাহির বিপরীতে সাইমন সাদিক অভিনয় করেছেন।