বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ৫, ২০২৫ by

অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই তার নিরপেক্ষতা হারিয়েছে : বিএনপির সমাবেশে সাবেক এমপি হারুন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি মো. হারুনুর রশীদ বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়া মানেই আশি ভাগ সংস্কার হয়ে গেছে। কারণ, শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের দাবি ছিল, শেখ হাসিনা ভোট চোর, গণতন্ত্র হত্যাকারী, প্রতারক। তবে তারা যে অপরাধ করেছে, তার বিচার হবে। কিন্তু বিচার একদিনের কাজ না, বছরের পর বছর লাগবে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন— ক্ষমতার কারণে নির্বাচনের সময় প্রলম্বিত করবেন না। আর প্রশাসন, পুলিশ বিভাগ, বিচার বিভাগসহ রাষ্ট্রীয় কাঠামোগুলোতে শেখ হাসিনা যে সংস্কৃতি গড়ে তুলেছিল সেগুলো সংস্কার করলেই তো সংস্কার হয়ে গেল। কাজেই সংস্কার সংস্কার করে কালক্ষেপণ না করে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার তা করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
হারুনুর রশীদ বলেন— আমরা এই সরকারকে সহযোগিতা করছি। কিন্তু আমরা লক্ষ্য করছি, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই তার নিরপেক্ষতা হারিয়েছে।
শনিবার বিএনপি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখার ব্যানারে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা মুক্তমঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রশাসনের প্রতি ইঙ্গিত করে হারুনুর রশীদ আরো বলেন— হাজার হাজার কোটি টাকা ব্যয় করে চাঁপাইনবাবগঞ্জবাসীকে পদ্মার ভাঙন থেকে রক্ষা করতে বাঁধ নির্মাণ করে দিয়েছিলাম। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে সেই বাঁধ আজ হুমকির মুখে পড়েছে। আগামী সপ্তাহের মধ্যে অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধ করা না হলে প্রশাসন ঘেরাও করা হবে।
তিনি বলেন— দেশের এই পরিবর্তিত সময়ে আমরা কী বলতে পারব অফিসে ঘুষ-দুর্নীতি বন্ধ হয়েছে? জনগণের মধ্যে আপনাদের নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপির এই নেতা চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের রাজনীতির কড়া সমালোচনা করেন।
‘নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ চাই’— এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।
জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন— জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, বিএনপি নেতা আকম শাহেদুল আলম বিশ্বাস পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মীম ফজলে আজিম।
এসময় বিএনপি নেতা জাহাঙ্গীর কবির, মইদুল ইসলাম, আহসান হাবীব, সাইদুর রহমান, এনামুল হক, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সাবেক ছাত্রনেতা সামিরুল ইসলাম পলাশ, সারোয়ার জাহানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুন