অনেকদিন পর বল হাতে মাশরাফির অনুশীলন

13

গত বিশ্বকাপের পর তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে। এর মধ্যে বাংলাদেশ অবশ্য মাত্র তিনটি ওয়ানডে খেলেছে শ্রীলঙ্কায়। জুলাইয়ে সেই সফরে যাননি মাশরাফি মুর্তজা। বিপিএলকে সামনে রেখে মাসখানেক আগে অনুশীলন শুরু করেছেন বাংলাদেশের সফল অধিনায়ক। তবে এতদিন বোলিং করেননি। অবশেষে গতকাল শনিবার নেটে কয়েক ওভার বল করলেন তিনি। ১১ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএলে মাশরাফি খেলবেন ঢাকা প্লাটুনের জার্সিতে। দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন ‘নড়াইল এক্সপ্রেস’কে নিয়ে উচ্ছ্বসিত। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘মাশরাফি তো আজ (গতকাল) থেকে অনুশীলন শুরু করেনি, প্রায় এক মাস ধরে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করছে, নিজেকে ফিট করতে পরিশ্রম করছে। সে অনেকটাই ওজন কমিয়েছে।’ বিপিএলে মাশরাফি ভালো খেলবেন বলেই সালাউদ্দিনের বিশ্বাস, ‘মাশরাফি বিপিএলের সব ম্যাচ খেলবে। অনেকদিন পর বল হাতে নিলে সবারই ছন্দ পেতে সমস্যা হয়। মাশরাফিরও হয়তো হয়েছে। কয়েকদিন বল করলেই ঠিক হয়ে যাবে। মাশরাফির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো অভিজ্ঞতা। আমার দৃঢ় বিশ্বাস, এবারের বিপিএলে সে খুব ভালো খেলবে।’ ঢাকা প্লাটুনের আরেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার তামিম ইকবালও অনেকদিন খেলার বাইরে। সালাউদ্দিন অবশ্য এ নিয়ে চিন্তিত নন, ‘মাশরাফি আর তামিম দীর্ঘদিন ক্রিকেট খেলছে। মাঝে কিছুদিন বিরতি দিলেও তাদের মানিয়ে নিতে খুব একটা সময় লাগার কথা নয়। আমি নিঃসন্দেহ, তাদের কাছ থেকে সেরা সার্ভিস পাওয়া যাবে। আশা করি, দুজনই ভালো খেলবে বিপিএলে।’